Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
এবার পিস্তল-গুলিসহ ইলিয়াস কাঞ্চনের বিমানবন্দর পার, তদন্ত কমিটি
Details

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম যাওয়ার পথে নিজের ৯ এমএম পিস্তল ১০ রাউন্ড গুলি নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা পেরিয়ে ঢুকে পড়েন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

তিনি নভোএয়ারের একটি আভ্যন্তরীণ ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করছিলেন। কিন্তু অভ্যন্তরীণ টার্মিনালের প্রথম গেটের স্ক্যানার মেশিনের নজর এড়িয়ে পিস্তলের ব্যাগসহ বিনা বাধায় স্ক্যানিং মেশিন পার হন তিনি।

এরপর নভোএয়ারের বুকিং কাউন্টারে গিয়ে ইলিয়াস কাঞ্চন জানান, তার সঙ্গে নিয়ে আসা পিস্তলও গুলি ভর্তি ব্যাগ স্ক্যানারে ধরা পড়েনি। পিস্তলটি সঙ্গে নিয়ে

বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে শাহজালাল বিমানবন্দরের মেম্বার সিকিউরিটি শাহ এমদাদুল হক, বিমানবন্দরের পরিচালকসহ (নিরাপত্তা) বিভিন্ন সংস্থার কর্মকর্তা উপস্থিত হন। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা ৫ কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
 

Images
Attachments
Publish Date
06/03/2019
Archieve Date
20/03/2019